সঞ্চয় আমানত প্রদানের তথ্য
সঞ্চয় আমানত প্রদান পদ্ধতি:
১। নবায়ন ফি প্রদান:
★ যারা নির্বাচন-২০২৫ এ ভোটার হন নি, তারা সদস্যপদ নবায়ন ফি হিসেবে
প্রথমে ১,০২০ (একহাজার বিশ) টাকা নিম্নোক্ত বিকাশ বা নগদ নম্বরে সেন্ড মানি করুন।
সোসাইটিতে আপনার সঞ্চয় হিসেবে ১,০০০ টাকা জমা হবে।
অতিরিক্ত ২০ টাকা পেমেন্ট প্রসেসিং ফি হিসেবে কেটে নেওয়া হবে।
বিকাশ (ব্যক্তিগত)
০১৭২০-৯২৯৩৫৭
নগদ (ব্যক্তিগত)
০১৭২০-৯২৯৩৫৭
★ নিম্নোক্ত যে কোনো একটি ব্যাংকেও টাকা (১,০০০/-) জমা দিতে পারবেন।
সেক্ষেত্রে ব্যাংক থেকে প্রাপ্ত রিসিটের কপি অফিসে নিয়ে এসে নিশ্চিত করতে হবে।
চাইলে ব্যাংকের রিসিট কপি সংযুক্ত করতে পারেন।
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড
অ্যাকাউন্ট নম্বর: 000220001002
অ্যাকাউন্টের নাম: ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ
শাখা: আগারগাঁও, ঢাকা।
প্রিমিয়ার ব্যাংক পিএলসি
অ্যাকাউন্ট নম্বর: 012411100009370
রাউটিং নম্বর: 235273378
সুইফট কোড: PRMRBDDH
অ্যাকাউন্টের নাম: ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ
শাখা: কাকরাইল, ঢাকা।
★ সরাসরি অফিসে এসেও টাকা জমা দিয়ে হালনাগাদ করতে পারবেন।
২। মোবাইল নম্বর দিন:
টাকা পাঠানো হলে সংশ্লিষ্ট বক্সে আপনার নিবন্ধিত মোবাইল নম্বর লিখুন।
আপনি চাইলে রেফারেন্সকারীর নিবন্ধিত মোবাইল নম্বর দিতে পারেন।
"নাম দেখুন" বাটনে ক্লিক করলে মোবাইল নম্বরের সাথে নাম মিলিয়ে নিতে পারেন।
উল্লেখ্য, অত্র ওয়েবসাইটে আপনার মোবাইল নম্বর নিবন্ধিত না থাকলে
সার্ভারে সঞ্চয় জমার তথ্য নিবে না। এছাড়া, রেফারেন্সকারী ব্যক্তিকে ইতোমধ্যে
সার্ভারে হালনাগাদকৃত বা সক্রিয় সদস্য হতে হবে।
হালনাগাদের জন্য ওয়েবসাইটে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন।
৩। পেমেন্ট মেথড সিলেক্ট করুন:
পেমেন্ট মেথড হিসেবে ব্যাংক, ক্যাশ, বিকাশ বা নগদ এর মধ্যে একটি অপশন সিলেক্ট করুন।
বিকাশ বা নগদে টাকা পাঠালে বিকাশ বা নগদের মেসেজ থেকে ট্রানজ্যাকশন আইডি দিন।
বিকাশের ট্রানজ্যাকশন আইডি (TrxID) ১০ অক্ষরের হয় (যেমন: CGM8U6ZBCY)।
অন্যদিকে, নগদের ট্রানজ্যাকশন আইডি (TxnID) ৮ অক্ষরের হয় (যেমন: 740MMG55)।
৪। সাবমিট করুন:
সাবমিট বাটনে ক্লিক করুন। সব ঠিক থাকলে সঞ্চয় আমানত প্রদানের তথ্য সার্ভারে চলে আসবে
এবং আপনাকে ওয়েবসাইটে একটি মেসেজ দেখাবে।
আপনি চাইলে একটি মানি রিসিট ডাউনলোড করতে পারেন। তবে আইটি বিভাগ থেকে পেমেন্ট কনফার্ম করার আগে
আপনার মানি রিসিটে পেমেন্ট স্ট্যাটাস "পেন্ডিং" দেখাবে। কর্তৃপক্ষ আপনার পেমেন্ট বুঝে পেলে কনফার্ম
করবেন। কনফার্ম হলে আপনার মোবাইলে এসএমএস চলে যাবে। উক্ত এসএমএস এ মানি রিসিট ডাউনলোডের লিংক
দেওয়া থাকবে। চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও মানি রিসিট ডাউনলোড করা যাবে। এই মানি রিসিটে পেমেন্ট স্ট্যাটাস
"পেইড" দেখাবে।
★★★ অনুগ্রহ করে উপর্যুক্ত বিকাশ বা নগদ নম্বরে কল দিয়ে তথ্য জানতে চাইবেন না। ★★★
যে কোনো তথ্যের জন্য 01343-554878 নম্বরে কল করুন (সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা)। অন্যথায়,
ওয়েবসাইটের যোগাযোগ পেইজে গিয়ে মেসেজ দিয়ে রাখুন। চাইলে আমাদের ফেইসবুক পেইজেও নক করতে পারেন।
অথবা, সরাসরি সোসাইটির কার্যালয়ে চলে আসুন। ঠিকানা জানতে এখানে ক্লিক করুন।
ধন্যবাদ।