আমাদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (DMCSL) দীর্ঘদিন স্থবিরতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলার পর, এখন পুনর্জাগরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। এই নবযাত্রায় যারা নিরলস পরিশ্রম ও একাগ্রতা নিয়ে প্রতিদিন কাজ করে চলেছেন, তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা উপস্থাপন করছি আমাদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পরিচিতি।
২০১২ সালের অডিট অনুসারে DMCSL-এ ২৭টি শাখায় প্রায় ১৯৬ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। বর্তমানে নতুন করে যাত্রা শুরুর পর, একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পর্ষদ (১২ সদস্য), একটি উপদেষ্টা কমিটি এবং ১১টি উপ-কমিটি গঠিত হয়েছে, যারা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন। এই উপ-কমিটিগুলোতে এখন পর্যন্ত ৭৫ জনের মত সদস্য রয়েছে।
DMCSL-এর প্রশাসনিক কাঠামোতে বর্তমানে রয়েছে প্রায় ৭৫ জনের অধিক সক্রিয় জনবল, যারা নিম্নোক্ত বিভাগসমূহে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন:
* প্রশাসন ও পরিচালনা
* হিসাব ও নিরীক্ষা (হিসাব, নিরীক্ষা, ঋণ, শেয়ার)
* আইন বিভাগ
* তথ্য প্রযুক্তি (আইটি)
* বিপণন ও সদস্য সম্পর্ক
* গ্রাহকসেবা
* পরিবহন শাখা
বর্তমানে ১২ জন কর্মী পূর্ণকালীনভাবে অফিস পরিচালনায় নিয়োজিত রয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন সিইও, কর্পোরেট সেক্রেটারি, সহকারী ব্যবস্থাপক, হিসাবরক্ষক, অফিস স্টাফ, গাড়িচালক ও সহায়ক কর্মীবৃন্দ।
নং | ছবি | নাম-পদবি-দপ্তর/শাখা |
---|---|---|
1 |
![]() |
নাম:
ড. মোহাম্মদ রফিকুল আমিন পদবি: প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দপ্তর/শাখা: প্রশাসন ও পরিচালনা বিভাগ |
2 |
![]() |
নাম:
মোঃ মাহাবুব আলম মুন পদবি: কর্পোরেট সেক্রেটারি দপ্তর/শাখা: প্রশাসন ও পরিচালনা বিভাগ |
3 |
![]() |
নাম:
শাহ মোঃ মামুনুর রশিদ পদবি: সহকারী ব্যবস্থাপক দপ্তর/শাখা: প্রশাসন ও পরিচালনা বিভাগ |
4 |
![]() |
নাম:
মোঃ রাকিব হোসেন পদবি: সহকারী হিসাবরক্ষক দপ্তর/শাখা: হিসাব ও নিরীক্ষা বিভাগ |
5 |
![]() |
নাম:
জান্নাত এ আল নাদিয়া পদবি: অফিস স্ট্যাফ দপ্তর/শাখা: প্রশাসন ও পরিচালনা বিভাগ |
6 |
![]() |
নাম:
মোঃ জসিম উদ্দিন খান পদবি: অফিস স্ট্যাফ দপ্তর/শাখা: গ্রাহক সেবা বিভাগ |
7 |
![]() |
নাম:
আপেল মাহমুদ পদবি: গাড়িচালক দপ্তর/শাখা: পরিবহন শাখা |
8 |
![]() |
নাম:
মোঃ মনিরুজ্জামান রনি পদবি: গাড়িচালক দপ্তর/শাখা: পরিবহন শাখা |
9 |
![]() |
নাম:
মোঃ হাসান খান পদবি: গাড়িচালক দপ্তর/শাখা: পরিবহন শাখা |
10 |
![]() |
নাম:
মোঃ মনিরুজ্জামান মিয়া পদবি: পিয়ন দপ্তর/শাখা: প্রশাসন ও পরিচালনা বিভাগ |
11 |
![]() |
নাম:
মোঃ আপন সরকার পদবি: পিয়ন দপ্তর/শাখা: প্রশাসন ও পরিচালনা বিভাগ |
12 |
![]() |
নাম:
মোঃ সিদ্দিকুর রহমান পদবি: অফিস স্ট্যাফ দপ্তর/শাখা: প্রশাসন ও পরিচালনা বিভাগ |