একনজরে DMCSL এর কার্যক্রমসমূহ
উদ্দেশ্যসমূহ:
১. সদস্যদের সমবায় নীতি ও আদর্শ বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় সমবায়ভিত্তিক পরিকল্পিত জীবনযাপনে উদ্বুদ্ধ করা।
২. সদস্যদের নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে ক্ষুদ্র সম্পদ সংগঠিত করে মূলধন গঠন, সেই মূলধনের সঠিক ব্যবহার নিশ্চিত করে আর্থিক ও সামাজিক উন্নয়ন ঘটানো।
৩. আধুনিক উৎপাদন উপকরণ সংগ্রহ, সরবরাহ ও ব্যবহারে সদস্যদের প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান।
৪. শিল্প-কারখানা স্থাপন, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন।
৫. উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনার জন্য পতিত বা সরকারি খাস জমি সংগ্রহ করে সদস্যদের জন্য একক বা যৌথ উদ্যোগে উদ্যোগ গ্রহণ।
৬. জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের শীর্ষ সমবায় প্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা এবং জাতীয় সমবায় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ।
৭. বেকারত্ব হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং পেশাভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।
৮. স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, পশুসম্পদ উন্নয়ন, পরিবার পরিকল্পনা, স্বাক্ষরতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে কার্যক্রম গ্রহণ।
৯. সদস্যদের গৃহনির্মাণ, পরিবহন, কুটির শিল্প, পশুপালনসহ অন্যান্য কার্যক্রমের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন।
১০. কর্মসংস্থানের জন্য মূলধন সংগ্রহ করা।
১১. নিবন্ধকের অনুমোদনক্রমে সদস্য ছাড়া অন্যদের কাছ থেকেও আমানত গ্রহণ।
১২. সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে তহবিল গঠন করে ঋণ ও বিনিয়োগ সুবিধা প্রদান।
১৩. আবাসন সমস্যার সমাধানে হাউজিং প্রকল্প গ্রহণ।
১৪. ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন এবং ক্ষুদ্র শিল্প গড়ে তোলা।
১৫. পরিবহন সমস্যা দূর করতে পরিবহন প্রকল্প গ্রহণ।
১৬. সদস্যদের সৎ জীবনযাপন ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা।
১৭. উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা করা।
১৮. নিত্যপ্রয়োজনীয় পণ্য সদস্যদের মাঝে ন্যায্যমূল্যে সরবরাহ করা।
১৯. আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা।
২০. মিতব্যয়ী জীবন যাপনে উৎসাহ ও ক্ষতিকর খরচ পরিহারে উদ্বুদ্ধ করা।
২১. জনস্বাস্থ্য, যোগাযোগ এবং পল্লী উন্নয়নে সহায়তা করা।
২২. সংক্রামক ব্যাধি নির্মূলে কার্যক্রম এবং জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ।
২৩. সদস্য ও তাঁদের সন্তানদের উচ্চশিক্ষায় উৎসাহ এবং সহায়তা।
২৪. রাস্তা সংস্কার, পরিবেশ পরিচ্ছন্নতা, পতিত জমি চাষে অংশগ্রহণ।
২৫. সদস্য বা দলীয় উদ্যোগে শিল্প স্থাপন ও অর্থনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ।
২৬. সমবায় শিক্ষা, নেতৃত্ব ও প্রশিক্ষণ কর্মসূচি চালু রাখা।
২৭. স্বনির্ভরতা ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা।
প্রধান কার্যক্রমসমূহ:
১. অনুমোদিত শর্তে ব্যাংক, সদস্য ও অন্যান্য উৎস থেকে ঋণ বা মূলধন সংগ্রহ এবং প্রয়োজন হলে সম্পত্তি বন্ধক/বিক্রয় করে ঋণ পরিশোধের ব্যবস্থা গ্রহণ।
২. প্রয়োজন হলে জমি, ভবন, কারখানা ক্রয় বা নির্মাণ এবং স্থায়ী সম্পদ গঠন করে ব্যবসায়িক মুনাফা অর্জন।
৩. ফ্ল্যাট/বাড়ি নির্মাণ করে সদস্যদের মধ্যে হস্তান্তর বা বিক্রয় করে তহবিল সংগ্রহ।
৪. নিজস্ব মূলধন বা যৌথ বিনিয়োগে আবাসন প্রকল্প পরিচালনা।
৫. যাতায়াত ব্যবস্থা উন্নয়নে ঢাকা ও আন্তঃজেলা বাস, মাইক্রোবাস ও রেন্ট-এ-কার সার্ভিস চালু করা।
৬. পানি সরবরাহ, পশুপালন ও কৃষি উন্নয়ন কার্যক্রম গ্রহণ।
৭. পণ্য আমদানি-রপ্তানি ও বাজারজাতকরণ এবং প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ।
৮. সদস্যদের উৎপাদিত পণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ ও বাজারজাতকরণে সহায়তা।
৯. কুটির শিল্পসহ সদস্যদের উপযোগী শিল্পে সহায়তা।
১০. ব্যবসায়িক সুবিধার্থে মার্কেট ও দোকান নির্মাণ।
১১. চিকিৎসা ও প্রসূতি কেন্দ্র, বিনোদন, খেলাধুলা বিষয়ক কার্যক্রম গ্রহণ।
১২. বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে সহযোগিতা।
১৩. মৎস্য খামার প্রকল্প বাস্তবায়ন।
১৪. সমবায় আইনের আলোকে অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পাদন।
১৫. সব প্রকল্প গ্রহণের আগে নিবন্ধকের পূর্বানুমতি গ্রহণ করা আবশ্যক।
বিঃদ্রঃ সোসাইটি উপরোক্ত যে কোনো উদ্দেশ্য বা কার্যক্রম বাস্তবায়নে এককভাবে বা যৌথভাবে পদক্ষেপ নিতে পারবে।