Image

শহীদুল ইসলাম

সভাপতি, বর্তমান ব্যবস্থাপনা কমিটি

সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ

আস-সালামু আলাইকুম। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনারা ইতোমধ্যে অবগত আছেন, গত ৭ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ১২ সদস্যের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে এবং পরদিন, ৮ এপ্রিল দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। আপনাদের আস্থায় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

প্রিয় সদস্যবৃন্দ, 

দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা আমাদের প্রিয় সোসাইটির কার্যক্রম সচল করার লক্ষ্যে দায়িত্ব গ্রহণের পরপরই নতুন কমিটি তৎপর হয়ে উঠেছে। ইতোমধ্যে ডিএমপি’র তত্ত্বাবধানে থাকা সোসাইটির মালিকানাধীন সাহারা সেন্টার (লেভেল-০৭), ৩৭/এ, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০ এ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশে ছড়িয়ে থাকা সোসাইটির স্থাবর ও অস্থাবর সম্পদের অবস্থান যাচাই এবং সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সরেজমিন পরিদর্শন ও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে শীঘ্রই উদ্যোগ গ্রহণ করব। এরই মধ্যে বহু সম্পদ দখলদারদের কবলে পড়েছে, অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা বিলুপ্তপ্রায়, কিছু সম্পদ অবহেলার কারণে ধ্বংসপ্রায় অবস্থায় আছে। এসব পরিস্থিতি দ্রুত সামাল দিতে আমাদের কার্যক্রম চলমান।

সভ্যগণ, 

এক সময়ে প্রায় ২০০ দক্ষ কর্মী নিয়ে পরিচালিত অফিস এখন জনবলশূন্যতায় ভুগছে। ফলে, প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা অবগত আছেন, ২০১২ সালের মামলার পর আদালতের নির্দেশে সোসাইটির সকল ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করা হয়েছে, যার রিসিভার হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ। ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অডিট সম্পন্ন হলেও পরবর্তী সময়ে দায়িত্বে থাকা কমিটিসমূহের আয়-ব্যয়ের যথাযথ তথ্য না থাকায় পরবর্তী অডিট বন্ধ রয়েছে। আমরা সংশ্লিষ্ট সবার সহায়তায় দ্রুত অডিট সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলাটি (নং ১৫৩২/২০২৪) দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জব্দকৃত সম্পদ ও ব্যাংক হিসাব পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। সোসাইটির আর্থিক স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের জন্য আমরা দায়-দেনা নির্ধারণের কাজ শুরু করেছি এবং বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তথ্য সংরক্ষণের জন্য পূর্বের ইআরপি সার্ভার চালু কিংবা আরও আধুনিক ও নিরাপদ তথ্য প্রযুক্তি অবকাঠামো গঠনের পরিকল্পনাও গৃহীত হয়েছে।

সদস্যবৃন্দ, 

দীর্ঘসূত্রিতায় পতিত একটি প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের ঐক্যবদ্ধ সহায়তা পেলে সমবায় অধিদপ্তর থেকে সার্বিক দিক-নির্দেশনা নিয়ে এই বিশাল কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব। সম্পদের পুনঃউদ্ধার ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সোসাইটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে বিনিয়োগকারীদের পাওনা এবং শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ ফেরত দেওয়ার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের প্রচেষ্টায় ইনশা আল্লাহ্‌ সোসাইটিকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে সক্ষম হবো। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছি। সৃষ্টিকর্তা আপনাদের সকলের মঙ্গল করুক।